Illegal PTC Sites

প্রতারনামুলক PTC সাইটগুলোর তালিকা প্রকাশ

অনেকদিন ধরে পত্রিকা, ব্লগে লিখা হইতেছে, Add Click, PTC, MLM এর মত প্রতারনামুলক সাইটগুলো সর্ম্পকে । খুব আফসোস করে কথাগুলো লিখা হয়। তাদের জন্য কেন এত দুঃখ আমি বুঝিনা। সব বÍগে এতভাবে সচেতন করা হইতেছে। সেটাকে তারা কত ব্যাঙ্গ করছে। তারা আসলে অনেক বুঝে আইটি নিয়ে, শুধু মাত্র ক্লিক করে ইনকাম করা যায় । সময় লাগে কত কম। তারা অনেক বুদ্ধিমান। বাকি সব বোকা। কত কষ্ট করে সবাই ইনকামের জন্য। এই সব তথাকথিত ভুক্তভোগীদেরকে বড় বড় কোম্পানীতে প্লানিং বিভাগে চাকুরী দেয়া উচিত। তাহলে তারা অনেক অল্প পরিশ্রমে কোটি পতি হওয়ার মত exclusive প্লান দিতে পারবে। তাদের মতো বুদ্ধিমান আমাদের দেশের জন্য অনেক দরকার। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক খারাপ যাচ্ছে । আমাদের প্রধানমন্ত্রীতো পারেন এই সবঅতিবুদ্ধিমান প্রানীদেরকে নিয়ে গোলটেবিল মিটিং করতে, সেটাও করবেনা। এইজন্যই আজকে দেশের এই অবস্থা।
অবশেষে BASIS বাংলাদেশের অবৈধ ও প্রতারনামুলক PTC সাইটগুলোর তালিকা প্রকাশ করেছেঃ
1. Bdfreelancing.com
2. Dolancer.com
3. skylancers.com
4. skywalker.com
5. lancetech.com
6. adssourcing.com
7. newsheraton.com
8. visionaddworld.com
9. makegem.com
10. googleaddclick.com
11. newsheration.com
12. diggnity.com
13. quickearns.com
14. workfordollar.info
15. adverview.com
16. airypal.com
17. clicksnetwork.com
18. midds.org
19. adslink-bd.com
20. eyelancer.com
21. alertpayclick.com
22. microbiz.com
23. adzzon.com
24. Uniquelancer.com
25. ptcbank.net
26. bestelance.com
27. lancingfore.com
28. freedesklancer.com
29. intadfoundation.com
30. paradiseusainc.com
31. earningsip.com
32. skywalkerltd.com
33. uniqsot.com
34. microclicker.com
35. onlineaddclick
36. onlinenet2work.com
37. esource.com.bd
38. bdsclickcenter.com
39. orbilancer.org
40. eclixsense.com
41. foxclicks.com
42. allictsolution.com
43. world4earn.com
44. dreamkite.com
45. megatypers.com
46. minutelancer.com
47. 3gclick.com
48. affaritrack.com
49. clixworld.com
50. microlancer.com
51. orkit-net.com
52. freelancerit.net
53. eclickbangladesh.com
54. friendslinkbd.com
55. legaljobway.com
56. exonet.com
57. skylarkjobs.com
58. lifepayment.com
59. eoearning.com
60. orchid.net
অনলিনে ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা করছে এই সব মহল। ইন্টারনেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় সময়টাকে উপযুক্ত ব্যবহার না করে কিছু MLM আর PTC সাইটের পিছনে নিজেদের মননশীলতা বিকিয়ে দিচ্ছে তরুণরা। এসব সাইট আমাদের মেধাগুলোকে অলস করে দিচ্ছে। নিজে কিছু করার ব্যাপারে অনুৎসাহিত করছে এবং প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। সামান্য কিছু টাকার নেশায় অনেকে মূল্যবান সময় নষ্ট করছে কিন্তু কিছুই শিখছে না। এসব অবৈধ ও প্রতারনামুলক পিটিসি সাইটগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। যারা সত্যিকারেই ফ্রিল্যান্সিং কিংবা ব্লগিং করছে এবং অভিজ্ঞ তাদের শরণাপন্ন হোন, কিংবা কোন সুনাম ধন্য আইটি ফার্ম বা আউটসোর্সিং প্রতিষ্ঠান এর মাধ্যমে ওয়েব ডিজাইন-ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অন্য কোন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি হাতে কলমে শিখে নিন। সারা বিশ্বে অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি টাকার আউটসোসিং কাজ। সেই কাজের জন্য নিজেকে গড়ে তুলতে একজন দক্ষ কর্মী হিসেবে।
যারা এখান থেকেও শিখতে পারছেনা, তাদের জন্য অনেক ভাল ভাল ট্রেনিং সেন্টারও আছে এখন। আমি নিজে প্রাথমিক কিছু শিখছি ICONICBD থেকে। তারপর ব্লগগুলা আমাকে অনেক সাহায্য করেছে।  এতসুযোগ থাকার পরও যদি কেউ বলে PTC, ADD CLICK, MLM এর মাধ্যমে প্রতারিত হইছি, সেটা তাদের বলার কতটুকু অধিকার আছে, সেটা সবাই ভেবে দেখবেন একটু। তাই আমার কথাতে ভুল হলে জানাবেন কমেন্টসে, কৃতজ্ঞ থাকবো

Contact Form

Name

Email *

Message *

Appointment Notice of PDB as Helper